Notice Board

BOU Corner

Teacher ventilator

Contact

 • KHALBALA BAZAR GIRLS HIGH SCHOOL
  Address:
  Upozila : ISHWARGANJ
  District : MYMENSINGH
  Mobile :01717348719
  Email : info@kbgirlshs.edu.bd

বিদ্যালয়টি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলাধীন ৪নং আঠারবাড়ী ইউনিয়ের ৫নং ওয়ার্ডে খালবলা বাজার সংলগ্ন অবস্থিত। বিদ্যালয়টি একটি দরিদ্য পল্লী এলাকায় ১৯৭০ সনে স্থাপিত হয়।

বিদ্যালয়টি ৬ষ্ঠ শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত চালু আছে। প্রতিষ্ঠানে বিজ্ঞান শাখা ও মানবিক শাখা চালু আছে এবং বানিজ্য শিক্ষা শাখা চালুর কার্যক্রম চলছে। শ্রেণীকক্ষ, অফিসকক্ষ ও পঠাগার নিয়ে ১১টি কক্ষসহ ২টি ভবন, ১টি আধাপকা ঘর, একটি টিন সেড ও একটি খেলার মাঠ আছে

এই প্রতিষ্ঠানে ৯জন শিক্ষক/শিক্ষিকা, একজন সহকারী গ্রন্থাগারিক, একজন নিম্নমান সহকারী কম-কম্পিউটার অপারেটর ও ৩জন ৪র্থ শ্রেণীর কর্মচারী কর্মরত আছেন।

জে.এস.সি ও এস. এস. সি পরীক্ষার ফল সন্তোসজনক। ১০০% এ উন্নিত করার প্রচেষ্টা চলছে 

প্রতিষ্ঠানটির এমপিও ভুক্তির তারিখ- ০১-০১-১৯৮৪ খ্রীঃ।